বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু জামিনে মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
কারামুক্তির পর সপু নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে কারামুক্তির পর জেলগেটে সপুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলটির নেতারা।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ধানমন্ডির শংকরের বাসা থেকে সরফত আলী সপুকে গ্রেফতার করে হাজারীবাগ থানা পুলিশ। পরবর্তীতে ১৭ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পেলেও কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে তাকে ফের গ্রেফতার করা হয়।