বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্বিতীয় সন্তান মরহুম আরাফাত রহমান কোকোর দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান ঢাকায় এসেছেন।
বৃহস্পতিবার দুপুরের এক ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
সেখান থেকে সরাসরি খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় প্রবেশ করেন।
বিএনপির একটি গণমাধ্যমকে এ তথ্যটি জানান। তবে খালেদা জিয়ার দুই নাতনি কত দিন ঢাকায় থাকবেন, জানা যায়নি।
আগে থেকেই খালেদা জিয়ার সাথে অবস্থান করছেন কোকোর স্ত্রী শার্মিলা রহমান সিঁথি। গত ২১ মার্চ লন্ডন থেকে ঢাকায় আসেন তিনি। দুই নাতনি ও পুত্রবধূ নিয়ে বিএনপি চেয়ারপারসন এবারের ঈদুল ফিতর উদযাপন করবেন।