ঢাকা প্রতিবেদক:
বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন “পুলিশ কর্তৃক বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার এবং আওয়ামী সন্ত্রাসীদের এই আক্রমণগুলি সুপরিকল্পিত, নিঃসন্দেহে দেশব্যাপী পুলিশ দিয়ে সরকারী আধিপত্য বিস্তারেরই নগ্ন বহিঃপ্রকাশ।
বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা বাস্তবায়নের দাবীতে যুগপৎ আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল ৮ এপ্রিল শনিবার সারাদেশের সকল মহানগরের থানা ও জেলার উপজেলা পর্যায়ে বিএনপি’র উদ্যোগে অবস্থান কর্মসূচি’র অংশ হিসেবে লক্ষীপুরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনকালে জেলা বিএনপি’র সদস্য ও রামগঞ্জ পৌর কাউন্সিলর ফারজানা মজুমদার জনি, রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবদুর রহমান-কে গ্রেফতার এবং রামগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য কবির ভাট, আলী আকবর, মিঠু, শরীফ, রহমান, জনি সহ ১০/১২ জন নেতাকর্মীর ওপর নির্দয় হামলা চালিয়ে তাদেরকে গুরুতর আহত করাসহ রামগঞ্জ বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মনোয়ার হোসেনের বাড়ীতে ব্যাপক হামলা ও ভাংুচরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “পুলিশ কর্তৃক বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার এবং আওয়ামী সন্ত্রাসীদের এই আক্রমণগুলি সুপরিকল্পিত, নিঃসন্দেহে দেশব্যাপী পুলিশ দিয়ে সরকারী আধিপত্য বিস্তারেরই নগ্ন বহিঃপ্রকাশ। নির্বাচন, প্রশাসন, আইন-আদালতসহ সবকিছুর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্যই এখন বিএনপি’র যেকোন শান্তিপূর্ণ কিংবা ঘরোয়া কর্মসূচিতেও এই সমস্ত আক্রমণ চালানো হচ্ছে। নেতাকর্মীদের গ্রেফতার ও তাদের ওপর পৈশাচিক আক্রমণগুলি নীলনকশা অনুযায়ী সংঘটিত করা হচ্ছে।
মানুষের মৌলিক অধিকারগুলোকে উপেক্ষা করে জনগণকে প্রান্তিক পর্যায়ে ঠেলে দিয়েছে বর্তমান সরকার। সর্বত্র তাদের ব্যর্থতার জন্য যে ধিক্কার উঠেছে সেটিকে দিকভ্রান্ত করতেই বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে গ্রেফতার ও রক্তাক্ত করা হচ্ছে। উৎপীড়ণ ও জুলুমের পরিকাঠামোর মধ্যেই জীবন-যাপন করতে হচ্ছে বিএনপি নেতাকর্মীদের।
লক্ষীপরে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি থেকে গ্রেফতারকৃত নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের জোর আহবান জানাচ্ছি। নেতাকর্মীদের ওপর হামলাকারী আওয়ামী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করছি।”