মঙ্গলবার, ০৭:৪৭ অপরাহ্ন, ০১ জুলাই ২০২৫, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

আগৈলঝাড়ায় তহশিল অফিসে চুরি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ১০৪ বার পঠিত

বরিশালের আগৈলঝাড়ায় ইউনিয়ন ভূমি (তহশিল) অফিসে চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরের দল অফিসের চারটি তালা ভেঙে অফিসের দুইটি ল্যাপটপ চুরি করে নিয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত হোসেন ও গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম আল বেরুনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পাশাপাশি এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

ইউএনও মো. সাখাওয়াত হোসেন চুরির সত্যতা স্বীকার করে বলেন, সোমবার রাতে গৈলা ইউনিয়ন ভূমি (তহশিল) অফিসের কলাসিপল গেটের তালাসহ চারটি তালা ভেঙে চোরের দল অফিসে ঢুকে অফিসে থাকা দুইটি ল্যাপটপ এবং ল্যাপটপের আনুষাঙ্গিক মালামাল চুরি করে নিয়ে যায়।

মঙ্গলবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে তহশীলদারকে বাদী হয়ে মামলা দায়ের করতে নির্দেশ দেওয়া হয়েছে। গৈলা ইউনিয়ন ভূমি সহকারী তহশীলদার মো. রেজাউল কবির জানান, চুরির ঘটনায় তিনি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, গৈলা ইউনিয়ন তহশিল অফিসে চুরির ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com