করোনাভাইরাস প্রতিরোধে প্রথম ডোজের গণটিকাদান কর্মসূচির বিশেষ ক্যাম্পেইনের মেয়াদ আরও দুইদিন বাড়ানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার (২৬ ফেব্রুয়ারি) শুরু হওয়া এ গণটিকা কার্যক্রম চলবে আগামী সোমবার (২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাক্সিন ডেপ্লয়মেন্ট কমিটির সভাপতি অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ কথা জানিয়েছেন।
ডা. ফ্লোরা জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাম্পেইনের আওতায় টিকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। টিকা নিতে আসা মানুষের ভিড়ের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়। যেসব টিকাকেন্দ্রে ভিড় বেশি থাকবে সেসব কেন্দ্রে দুই দিন টিকা দেওয়া হবে। কোন কোন কেন্দ্রে দুই দিন টিকা দেওয়া হবে সে বিষয়ে স্থানীয় প্রশাসন সিদ্ধান্ত নেবে।
জানা গেছে, দেশের ২৮ হাজার বুথে টিকা দেওয়া হচ্ছে আজ। এসব বুথে টিকা দেওয়ার কাজে নিযুক্ত আছেন স্থাস্থ্য বিভাগের কর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবকসহ মোট এক লাখ ৪২ হাজার জন।
দেশের প্রত্যেকটি ইউনিয়নে নির্ধারিত টিকাকেন্দ্রের বাইরেও পাঁচটি করে ভ্রাম্যমাণ দল রয়েছে। এ ছাড়া সিটি করপোরেশনের প্রতিটি অঞ্চলে ৩০ থেকে ৫০টি করে বুথে টিকা দেওয়া হচ্ছে।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীসহ সারাদেশে ১ কোটি মানুষকে টিকাদান কর্মসূচি চলছে। সারাদেশে অসংখ্য মানুষ প্রথম ডোজের টিকা নেওয়ার জন্য কেন্দ্রগুলোতে ভিড় করছেন।