খাবার খাওয়ার মূল কারণ আমাদের শরীর যেন উপযুক্ত পুষ্টি পায় এবং স্বাভাবিক প্রক্রিয়ায় কার্যকলাপ চলতে পারে। তবে আমাদের মধ্যে এমন অনেকে আছেন যারা একসাথে অনেক খাবার খায়, যেটাকে আমরা পেটভর খাওয়া বলি। কিন্তু এমন খাওয়া কি আমাদের শরীরের জন্য ভালো? স্বাস্থ্য সচেতন অনেকেই সারা দিন ধরে কিছুক্ষণ অন্তর অল্প অল্প করে বিভিন্ন রকম খাবার খেয়ে থাকেন।
আবার একদল মানুষ রয়েছেন, যারা অল্প ক্ষুধার সময়েও মিষ্টি জাতীয় বা মুখরোচক কিছু খেয়ে ফেলেন। তবে পুষ্টিবিদেরা বলছেন, খাবারের পরিমাণ নয়, গুণমানের উপর অনেক কিছু নির্ভর করে। সাম্প্রতিক গবেষণা তাই বলছে। নির্দিষ্ট সময় অন্তর স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস কী ভাবে ‘কার্ডিয়োমেটাবলিক হেল্থ’ এর উপর প্রভাব ফেলে এই ছিল গবেষণার বিষয়। ১ হাজারেরও বেশি ইংল্যান্ডবাসীকে নিয়ে করা একটি সমীক্ষা বলছে, বিপাকহার উন্নত করতে, খাবারের মান এবং সময় যথেষ্ট গুরুত্বপূর্ণ। ‘নিউট্রিশন ২০২৩’-এ তথ্যটি প্রকাশিত হয়েছে।
গবেষকেরা বলছেন, মুখরোচকের বদলে স্বাস্থ্যকর খাবার খাওয়ার সঙ্গে রক্তে লিপিড এবং ইনসুলিন ক্ষরণের হার কেমন হবে তাও নির্ভর করে। তবে তা যদি রাত ৯টার পর থেকে খাওয়া শুরু করা হয়, তা হলে বিপত্তি দেখা দিতেই পারে।
সমীক্ষায় দেখা গিয়েছে, যারা রাত ৯টার পর থেকে নির্দিষ্ট সময় অন্তর এই ধরনের খাবার খেতে শুরু করেন, তাদের রক্তে শর্করার মাত্রা অত্যধিক হারে বেড়ে গিয়েছে।
এ প্রসঙ্গে গবেষক, চিকিৎসক কেট বার্মিংহাম বলেন, ‘মুখরোচক, ভাজা, প্রক্রিয়াজাত খাবারের চেয়ে স্বাস্থ্যকর খাবার বেছে নেওয়া সব দিক থেকেই ভাল। সুস্বাস্থ্যের প্রধান শর্তই হল ডায়েট। প্রতি দিনের খাবারের তালিকায় পুষ্টিকর খাবার যোগ করার নানা উপায় রয়েছে। তাই খিদে পেলে বাইরে থেকে কেনা খাবারের উপর ভরসা না করাই ভাল।’