’দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই প্রতিপাদ্যকে ধারন করে বুধবার ২৬ নভেম্বর বরিশালের গৌরনদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর–ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি’র মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম। তিনি প্রাণিসম্পদ খাতে কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে দেশীয় জাত সংরক্ষণ ও আধুনিকায়নের পথে এগিয়ে যাওয়ার ওপর জোর দেন। তিনি উল্লেখ করেন, খামারিদের প্রশিক্ষণ, প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধি এবং মাঠপর্যায়ে কার্যকর মনিটরিং এখন সময়ের দাবি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, ভেটেনারি সার্জন ডা. মাহমুদুল ইসলাম ফরিদ, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী প্রেসক্লাব আহ্বায়ক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী সোনালী ব্যাংকের ম্যানেজার নৃপেন্দ্রনাথ মন্ডল। অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহ্বায়ক গিয়াস উদ্দিন মিয়া, খন্দকার মনিরুজ্জামান মনির, উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা শাখি, পৌর জামাত ইসলামের আমির মাওলানা হাফিজুর রহমান,উপজেলা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ। এছাড়া উপজেলার প্রান্তিক খামারি, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শেখ আরিফুর রহমান।
এ জাতীয় আরো খবর..