মানিকগঞ্জের বাউল শিল্পী আবুল সরকারকে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোররাতে মাদারীপুরের এক সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশনের সময় তাকে আটক করা হয়।
জানা যায়, গত ৪ জেলার অক্টোবর ঘিওর উপজেলার একটি গানের অনুষ্ঠানে ধর্মীয় বিষয় নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে আবুল সরকারের বিরুদ্ধে। ওই অনুষ্ঠানে আবুল সরকার ইসলামের আসমানি গ্রন্থ ও আল্লার সৃষ্টিকর্ম সম্পর্কে এমন সব মন্তব্য করেন যা উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে চরমক্ষোভের সঞ্চার হয়। তার বক্তব্যে তিনি দাবি করেন, আল্লাহর সৃষ্টি ব্যাখ্যায় ‘আগা-মাথা মেলে না’ এবং আয়াতের তর্জমা করতে গিয়েও বিভিন্ন বিভ্রান্তিকর ব্যাখ্যা দেন বলেও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ওই ঘটনার পর থেকেই এলাকাজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার সকাল থেকে মানিকগঞ্জ আদালত চত্বরে বিভিন্ন সংগঠনের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আলেম ও ধর্মপ্রাণ মুসল্লিরা অভিযোগ করেন, আবুল সরকার নিয়মিত কোরআনের আয়াত ভুল পড়েন এবং ইচ্ছেমতো ব্যাখ্যা করে নিজের গানের মাধ্যমে ভক্তদের ভুল পথে পরিচালিত করেন। তারা আরও দাবি করেন, আবুল সরকার নিজেকে পীর হিসেবে পরিচয় দিয়ে ধর্মীয় বিভ্রান্তি ছড়াচ্ছেন।
মানববন্ধনে মাওলানা শেখ মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মানিকগঞ্জ জেলার আমির মুফতি শাহ সাঈদ নূর, মুফতি আব্দুল হান্নান, মুফতি আব্দুল্লাহ আল ফিরোজ, মুফতি মুজিবুর রহমান, মুফতি ইলিয়াস আহমদ, মুফতি আব্দুল করিম কাসেমী, মাওলানা আশিকুল ইসলাম ছানোয়ার, মাওলানা মামুনুর রশীদ, জালালুদ্দিন রুমিসহ জেলার গণ্যমান্য আলেমরা।
গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় আবুল সরকারকে গ্রেপ্তারের দাবি ওঠে। অবশেষে ডিবি পুলিশ তাকে মাদারীপুর থেকে আটক করে মানিকগঞ্জে নিয়ে আসে।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, ‘ইসলাম অবমাননার অভিযোগে আবুল সরকারের বিরুদ্ধে ঘিওর থানায় একটি মামলা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে বিকেল ৪টায় আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠান।’