ফরিদপুর-৪ আসন থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় টানা তৃতীয়দিনের মতো সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন স্থানীয়রা।
আজ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এই অবরোধ এখন পর্যন্ত চলেছ। আন্দোলনে আলগী ও হামিরদী ইউনিয়নের পাশাপাশি পার্শ্ববর্তী ইউনিয়নের বাসিন্দারাও অংশ নিয়েছেন।
গত ২ দিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অবরোধ করে রাখেন এলাকাবাসী। আজ সকালে আবার ভাঙ্গার পুকুরিয়া ও সোয়াদিসহ বেশ কয়েকটি স্থানে মহাসড়কের ওপর গাছ, বাঁশ ও ইট ফেলে অবরোধ করেন কয়েক হাজার স্থানীয় জনতা। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যানবাহন বন্ধ হয়ে গেছে। দুই পাশে যানবাহন আটকা পড়েছে।
পুখুরিয়া এলাকায় হামিরদি ইউনিয়নের বাসিন্দা মো. রচমত আলী নির্বাচন কমিশনারকে আকুতি জানিয়ে বলেন, ‘আমরা কষ্ট করছি, হাজার হাজার মানুষ কষ্ট পাচ্ছে। একজন স্ট্রোকে মারা গেছে আর উনি বসে বসে দেখছে। এটা আমরা চাই না। আমরা যেখানে ছিলাম, সেখানে আমাদের ফিরিয়ে দেন, তাহলে আমরা আন্দোলন করব না।’
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘সকাল থেকে পুকুরিয়া, সোয়াদি ও মনসুরাবাদে মহাসড়কের ওপর গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে হাজার হাজার মানুষ। ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন কেটে নেওয়ার পরিবর্তে ভাঙা নিয়ে গঠিত ফরিদপুর-৫ আসন পুনঃপ্রবর্তনের দাবি জানিয়েছেন তারা। তাদের এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এ অবরোধ চলবে বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।