বৃহস্পতিবার, ১২:৫৫ পূর্বাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

চাকসুতে ভোটার তালিকায় শিক্ষক ছাত্র হলে ছাত্রী!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩ বার পঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের খসড়া ভোটার তালিকায় ঠাঁই পেয়েছে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের নাম। তারা হলেন সহকারী প্রক্টর নুরুল হামিদ ও সাবেক সহকারী প্রক্টর রন্টু দাশ। যদিও নিয়ম অনুযায়ী, কোনো শিক্ষকের ভোটার হওয়ার সুযোগ নেই চাকসু নির্বাচনে। এ ছাড়া ছাত্রদের আবাসিক শহীদ ফরহাদ হোসেন হলের ভোটার তালিকায় উঠেছে পাঁচ ছাত্রীর নাম। তারা সবাই পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী। গত সোমবার নির্বাচন কমিশন প্রকাশিত চাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা বিশ্লেষণে উঠে এসেছে এমন নানা অসংগতি, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

এ বিষয়ে জানতে চাইলে চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা এগুলো নিয়ে কাজ করছি। যে নামগুলো নিয়ে অসংগতি রয়েছে সেগুলো সংশোধন করা হবে। আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১১ সেপ্টেম্বর।’

কোন বিভাগে কত ভোটার: খসড়া তালিকা অনুযায়ী চাকসুতে মোট ভোটার ২৫ হাজার ৮৬৬ জন। এর মধ্যে নারী ভোটার ১০ হাজার ৮৪১ এবং পুরুষ ১৫ হাজার ২৫জন।

সমাজবিজ্ঞান অনুষদভুক্ত অর্থনীতি বিভাগে ৮৯৪ জন, রাজনীতিবিজ্ঞান বিভাগে ৮৯৩, সমাজতত্ত্ব বিভাগে ৭০৪, লোকপ্রশাসন বিভাগে ৮৪৪, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ৪৪৪, যোগাযোগ ও

সাংবাদিকতা বিভাগে ৩৭৪, নৃবিজ্ঞান বিভাগে ৪৮০, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগ ২২৬ এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে ভোটার রয়েছেন ১৮৭ জন ।

ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত হিসাববিজ্ঞান বিভাগে ৭০৫ জন, ফাইন্যান্স বিভাগে ৮৬১, ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগে ৬২২, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগে ৫৮০, ব্যবস্থাপনা বিভাগে ৬৯৬ এবং মার্কেটিং বিভাগে ৫৮৭ জন ভোটার রয়েছেন।

জীববিজ্ঞান অনুষদভুক্ত জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগে ২২৬ জন, প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগ ২৫৯, উদ্ভিদবিদ্যা বিভাগে ৪৬৬, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে ২৮০, আইন বিভাগে ৮০০, মাইক্রোবায়োলজি বিভাগে ২৫৩, ফার্মেসি বিভাগে ২৪৬, মনোবিজ্ঞান বিভাগে ২০৪, মৃত্তিকাবিজ্ঞান বিভাগে ৩০৬ এবং প্রাণিবিদ্যা বিভাগে ৪৮৫ জন শিক্ষার্থী রয়েছেন।

বিজ্ঞান অনুষদে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে ২০৭ জন, রসায়ন বিভাগে ৬৩৫, বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটে ৫০৩, গণিত বিভাগে ৭৫৭, পদার্থবিজ্ঞান বিভাগে ৫৪৯ এবং পরিসংখ্যান বিভাগে রয়েছেন ৭০৬ জন ভোটার।

প্রকৌশল অনুষদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪৯৮ জন এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩৭১ জন ভোটার রয়েছেন।

মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের মেরিন সায়েন্স ইনস্টিটিউটে ২৭৮ জন, ফিশারিজ বিভাগে ১৭১ এবং সমুদ্রবিজ্ঞান বিভাগে রয়েছেন ১৬৫ জন ভোটার।

শিক্ষা অনুষদভুক্ত শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগে ২৯৫ জন আর আইন অনুষদভুক্ত আইন বিভাগে ভোটার রয়েছেন ৮০০ জন।

এর আগে গত ২৮ আগস্ট চাকসু ও হল সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়। ঘোষিত তপশিল অনুযায়ী ১ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ এবং ৪ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার তালিকা নিয়ে আপত্তি গ্রহণ করা হবে। এরপর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১১ সেপ্টেম্বর। সর্বশেষ ১২ অক্টোবর হবে চাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ।

১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম চাকসু নির্বাচন হয় ১৯৭০ সালে। এখন পর্যন্ত মাত্র ছয়বার নির্বাচন হয়েছে চাকসুতে। সর্বশেষ নির্বাচন হয় ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com