বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচকে সামনে রেখে ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। আজ বুধবার সকালে ঘোষিত এই দলে নেই ইংলিশ ক্লাব লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী ও কানাডিয়ান ক্লাব ক্যাভালরি এফসিতে খেলা শমিত সোম।
এ নিয়ে জাতীয় দলের ম্যানেজার আমের খান একটি সংবাদমাধ্যমকে গতকাল জানিয়েছেন, লেস্টার সিটি ক্লাবের সিদ্ধান্তেই প্রীতি ম্যাচে অংশ নিচ্ছেন না হামজা। ক্লাবের পক্ষ থেকে হামজার এজেন্ট জানিয়েছেন, বার্মিংহাম সিটির বিপক্ষে সর্বশেষ ম্যাচে কিছুটা চোট পাওয়ায় তারা ঝুঁকি নিতে চান না। ওই ম্যাচে ৭২ মিনিটে বদলি হয়ে মাঠ ছাড়েন হামজা চৌধুরী।
অন্যদিকে, ক্লাবের ব্যস্ত সূচির কারণে নেপাল সফরে অনুপস্থিত থাকছেন শমিত সোম।
গত ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান বাছাইয়ের ম্যাচে বাংলাদেশ দলের স্কোয়াডে থাকা বেশ কয়েকজন খেলোয়াড় এবার বাদ পড়েছেন। বাদ পড়া খেলোয়াড়রা হলেন—মেহেদী হাসান শ্রাবণ, শাকিল আহাদ, ফাহামিদুল ইসলাম, আল-আমিন, শেখ মোরছালিন, মজিবর রহমান ও জাহিদ হাসান। তাদের অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের স্কোয়াডে রাখা হয়েছে।
তবে সেই ম্যাচের ২৩ সদস্যের দলে না থাকা মোহাম্মদ ইব্রাহিম ও ইসা ফয়সাল এবার সুযোগ পেয়েছেন। জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ফর্টিস এফসির ডিফেন্ডার আব্দুল্লাহ ওমর।
নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে ৬ ও ৯ সেপ্টেম্বর, কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে। ফিফা র্যাঙ্কিংয়ে নেপাল আছে ১৭৬তম স্থানে, আর বাংলাদেশ ১৮৪তম অবস্থানে। এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবেই ম্যাচ দুটি খেলবে দুই দল।
প্রথমে বাংলাদেশ দলের আজ দুপুর দেড়টায় নেপাল রওনা হওয়ার কথা থাকলেও, পরে ফ্লাইটের সময় পরিবর্তন করা হয়েছে। বাফুফে জানিয়েছে, নতুন সময় অনুযায়ী বাংলাদেশ দল আজ সন্ধ্যা ৭টায় রওনা দেবে।
নেপাল সফর শেষে বাংলাদেশ জাতীয় দল আগামী অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে হংকংয়ের বিপক্ষে হোম-অ্যান্ড-অ্যাওয়ে ম্যাচে মুখোমুখি হবে। ঢাকায় প্রথম ম্যাচটি হবে ৯ অক্টোবর, আর ফিরতি ম্যাচটি হবে ১৪ অক্টোবর হংকংয়ে।
এখন পর্যন্ত বাছাইপর্বে দুটি ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে বাংলাদেশ রয়েছে তিন নম্বরে। হংকং ও সিঙ্গাপুর সমান ৪ পয়েন্ট নিয়ে যথাক্রমে দুই ও এক নম্বরে। বাংলাদেশের সমান ১ পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় ভারত আছে তালিকার নিচে।
বাংলাদেশ স্কোয়াড:
গোলরক্ষক: সুজন হোসেন, মিতুল মারমা, পাপ্পু হোসেন। ডিফেন্ডার: মেহেদী হাসান, রহমত মিয়া, তপু বর্মন, তাজ উদ্দিন, আব্দুল্লাহ ওমর, তারিক কাজী, ইসা ফয়সাল, সাদ উদ্দিন।
মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, জামাল ভূঁইয়া, পাপন সিং, সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা, শাহ কাজেম।
ফরোয়ার্ড: আরিফ হোসেন, শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা।