শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ৭ জন জামিন চেয়েছেন।
আজ বুধবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তাদের পক্ষে আইনজীবী কায়েস আহমেদ অর্ণব জামিনের আবেদন করেন।
দুপুরে জামিনের বিষয়ে শুনানি হবে জানিয়ে আইনজীবী বলেন, ‘আশা করছি, তারা জামিন পাবেন।’
জামিন আবেদন করা অন্যরা হলেন- গোলাম মোস্তফা, জাকির হোসেন, মো. তৌছিফুল বারী খাঁন, আমির হোসেন সুমন, মো. শফিকুল ইসলাম দেলোয়ার, আব্দুল্লাহীল কাইউম।