ভোজপুরি সুপারস্টার পবন সিং-এর বিরুদ্ধে জনসম্মুখে নায়িকার উন্মুক্ত পেটে হাত রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়তেই সমালোচনায় বিদ্ধ অভিনেতা। এমনকি তাৎক্ষণিক অভিনেত্রী অঞ্জলি রাঘব ঘোষণা দেন, তিনি আর অভিনয় করবেন না। এর একদিন পর অঞ্জলির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন সুপারস্টার। তবে ছোট্ট ঘটনাটি কেন্দ্র করে আলোচনা থামেনি।
সম্প্রতি নিজেদের নতুন গান ‘সাইয়া সেবা করে’র প্রচারে লখনউ গিয়েছিলেন তারা। সবকিছু ঠিকঠাক চলছিল। অঞ্জলির সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়েছিলেন পবন। মাইকে কথা বলছিলেন অঞ্জলি। আচমকাই অভিনেত্রীর উন্মুক্ত পেটে হাত দিতে দেখা যায় তাকে। বিষয়টি ভালোভাবে নেননি অঞ্জলি। শরীরে আপত্তিকর স্পর্শ বলেন অভিযোগ করেন তিনি।
পবন সিংয়ের ক্ষমা চাওয়ার বিষয়টি ইনস্টাগ্রামে শেয়ার করে অঞ্জলি বলেন, পবন তার ভুল স্বীকার করেছেন এবং ক্ষমা চেয়েছেন। তিনি আমার চেয়ে বয়স ও অভিজ্ঞতায় বড়। আমি তাকে ক্ষমা করে দিয়েছি। আমি এই বিষয়টি আর এগিয়ে নিতে চাই না। এদিকে মঞ্চে সেই মুহূর্তে কেন প্রতিবাদ জানাননি অঞ্জলি—এই প্রশ্নও উঠেছে। পবন আগে দাবি করেছিলেন, অঞ্জলির পেটে মাছি বসেছিল, তাই সেটি সরানোর চেষ্টা করেছিলেন। এখন হঠাৎ তার সুর বদলে গেল কেন উঠেছে সেই প্রশ্নও।