বৃহস্পতিবার, ১২:৫৬ পূর্বাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

সুন্দরগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫ বার পঠিত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিএনপির দুই গ্রুপের পরস্পরবিরোধী অবস্থানে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

আজ বুধবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত পৌর এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়।

পৌর এলাকায় পরিবেশ শান্ত থাকলেও সর্বত্র থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মঙ্গলবার রাত থেকেই এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে। সকালে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয় বলে জানা গেছে।

এদিকে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, যেকোনো অপতৎপরতা রোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেন।

স্থানীয়রা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি আজ বুধবার পৌর এলাকার দলীয় কার্যালয়ে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নেয়। অন্যদিকে বিএনপির আরেকটি গ্রুপ একইদিনে আলাদা অনুষ্ঠানের উদ্যোগ নেয় এবং ঘোষণাও দেয়, মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক কমিটির কাউকে তারা কার্যালয়ে ঢুকতে দেবে না। এ নিয়ে দিনভর উত্তেজনা সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com