এক সময়ের পর্দা কাপানো অভিনেতা ও প্রযোজক, মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ সোহেল রানা। দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে আছেন তিনি।
তার এমন পোস্টে অনেকেই ইতিবাচক হিসেবে নিয়েছেন। বলে যাচ্ছেন নায়কের পক্ষে।
শেয়ার করা ভিডিওতে ওই নারী বলেন, ‘আপনার হোয়াটসঅ্যাপ নম্বর কী, বলেন আমি ফোন করছি। যে এই রিলস শেয়ার করবে, সব থেকে প্রথম তাকে ফোন করব।’
রিলস’টি ফেসবুকে শেয়ার করে নিজ ফোন নম্বরটিও দিয়েছেন সোহেল রানা। সঙ্গে লিখেছেন নিজ দেশের নামটিও। বিষয়টি ভালো ভাবে নেয়নি তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।
একজন লিখেছেন, ‘হিরো, এই মেয়েটা হোয়াটসঅ্যাপে কল করবে, এজন্য আপনি তাকে ফোন নম্বর দিলেন। আমি অবাক হয়ে গেলাম হিরো।’ অন্যজনের কথায়, ‘স্যারের আইডি কি হ্যাক হলো নাকি? এই ধরনের পোস্ট তো ওনার ব্যক্তিত্বের সাথে যায় না।’
ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের এমন মন্তব্যে এখন নীরব আছেন সোহেল রানা।