সোমবার, ০৩:৫৪ পূর্বাহ্ন, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

প্রশংসায় ভাসছেন তৌসিফ মাহবুব

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৬ বার পঠিত

তৌসিফ মাহবুব ও তানজিন তিশা অভিনীত নাটক ‘খোয়াবনামা’ ইউটিউবে ২৮ আগস্ট মুক্তি পেয়েছে। পরিচালনা করেছেন ভিকি জাহেদ। নাটকটি ইউটিউবে আসার পর থেকেই দর্শক প্রশংসায় ভাসছেন তৌসিফ মাহবুব। কবরে শুয়ে আছেন কাফনে মোড়ানো তৌসিফ মাহবুব! তার শরীরের ওপর দিয়ে যাচ্ছে বহু সাপ। নাটকে এমন দৃশ্যের শুটিং করেছেন তৌসিফ। সেই দৃশ্যের একটি পোস্টার গেল ১২ আগস্ট সন্ধ্যায় এই অভিনেতা পোস্ট করার পর নেটিজেনদের চমকে দেয়।

নাটকটির ভিন্নধর্মী প্রচার, তৌসিফের পরিশ্রম ও ডেডিকেশনের কারণে দর্শকের তুমুল আগ্রহ তৈরি হয়। একদিনেই নাটকটির ভিউ ২ মিলিয়ন ছাড়িয়েছে। নাটকটি দেখা যাচ্ছে ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে।

দর্শকদের প্রতিক্রিয়া ছিল এমন, ‘খোয়াবনামা’ তৌসিফের ক্যারিয়ারে সেরা নাটক! জান্নাতুল ফেরদৌস নামে একজন নাটকটি দেখে মন্তব্য লিখেছেন, ‘আমি নিশ্চিতভাবে বলতে পারি তৌসিফের এটা তার জীবনে করা সেরা নাটক হতে চলেছে। আর যেহেতু ভিকি জাহিদের লেখা গল্প অনবদ্য তো হতেই হবে।’

পোস্টারটি প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং দেখে সবার মধ্যে হতভম্ব অবস্থা! অনেকে মনে করেছেন, দৃশ্যটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি করা; আবার কেউ বলছেন, কবরের দৃশ্য ও সাপগুলো গ্রাফিক্স করা! পরে তৌসিফ এ বিষয়ে আসল ফুটেজ শেয়ার করলে ‘খোয়াবনামা’র প্রচারে নতুন মাত্রা পায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com