মঙ্গলবার, ০১:৫৭ অপরাহ্ন, ২৬ অগাস্ট ২০২৫, ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

নামের আগে থাকবে ‘ডক্টর’ উপাধি, সুখবর দিলেন মিথিলা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৭ বার পঠিত

কেবল অভিনয় জগতেই নয়, একজন সফল সমাজকর্মী হিসেবেও পরিচিত রাফিয়াত রশিদ মিথিলা। জীবনে নতুন আরেক অর্জন যোগ করলেন তিনি। এবার সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে সফলতার সঙ্গে পিএইচডি থিসিস সম্পন্ন করেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। তাই এখন থেকে তার নামের আগে যোগ হচ্ছে ‘ডক্টর’ উপাধি।

গতকাল সোমবার মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই সুখবর দিয়েছেন।

স্ট্যাটাসে দুটি ছবি আপলোড করেন মিথিলা। যার একটিতে অভিনেত্রীকে দেখা যাচ্ছে, জেনেভা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টির সামনে দাঁড়িয়ে আছেন। অন্যটিতে দেখা যাচ্ছে, তার তৈরি করা থিসিসের বই।

স্ট্যাটাসে এই অভিনেত্রী লেখেন, ‘অত্যন্ত আবেগপ্রবণ ও গর্বের সঙ্গে জানাচ্ছি যে আমি জেনেভা বিশ্ববিদ্যালয়ে সফলভাবে আমার পিএইচডি থিসিস ডিফেন্স করেছি! এই মুহূর্তটি আমার জীবনের পাঁচ বছরের এক যাত্রার সমাপ্তি, যা ছিল আনন্দ-দুঃখ মিশ্রিত অভিজ্ঞতায় ভরপুর।’

তিনি লেখেন, ‘আমার জন্য ‘‘কম ভ্রমণের পথ’’ বেছে নেওয়ার মানে ছিল এই চ্যালেঞ্জ গ্রহণ করা-যেখানে আমাকে একদিকে পূর্ণকালীন পেশাগত জীবন, মাঝেমধ্যে অভিনয়ের কাজ এবং ব্যাপক পারিবারিক দায়িত্ব সামলাতে হয়েছে। অন্যদিকে এগিয়ে নিতে হয়েছে এই ডিগ্রির পথচলা। এই অভিজ্ঞতা আমাকে দৃঢ়তার শ্রেষ্ঠ পাঠ দিয়েছে, শিখিয়েছে আমি আসলে কতটা সামলাতে পারি।’

পরিবার ও কাছের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মিথিলা আরও লেখেন, ‘আমি আমার পরিবার, বন্ধু এবং সহকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞ, যাদের অকুণ্ঠ সমর্থন আমাকে এই যাত্রায় টিকিয়ে রেখেছে। আজ থেকে আমি গর্বের সঙ্গে আমার নামের আগে ‘‘ড.’’ উপাধি যোগ করতে পারব-একটি উপাধি, যা আমি নিরলস পরিশ্রম করে অর্জন করেছি।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com