চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কয়েকজন শিক্ষার্থীকে নির্মমভাবে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। তাদের দুই ছাত্রকে কুপিয়ে ভবনের ছাদে থেকে নিচে ফেলে দেওয়া হয়।
আজ রবিবার দুপুরে ধারালো অস্ত্রের আঘাতে আহত কয়েকজন শিক্ষার্থীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে চমেক পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক বেলায়েত হোসেন।
ভবনের ছাদ থেকে ফেলে দেওয়া ওই দুই ছাত্রের মধ্যে একজনের নাম রাজিউর রহমান রাজু। তিনি দ্বিতীয় বর্ষের ছাত্র, তবে তার বিভাগের নাম জানা যায়নি। অন্য জনের নাম পরিচয় জানা যায়নি।
চমেক পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক বেলায়েত হোসেন বলেন, ‘প্রায় শতাধিক শিক্ষার্থী আহত অবস্থায় হাসপাতালে এসেছেন। বেশিরভাগই মাথায় আঘাতপ্রাপ্ত। তাদের মধ্যে একজনকে আইসিইউতে রাখা হয়েছে।’
এর আগে আজ রবিবার সকাল সাড়ে ১১টা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইটসহ আশপাশের এলাকায় স্থানীয় গ্রামবাসী ও শিক্ষার্থীদের মধ্যে চলা সংঘাত এখনও অব্যাহত আছে। গ্রামের লোকজনকে বড় রামদাসহ আরও বিভিন্ন ধারালো, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলায় অংশ নিতে দেখা গেছে।