ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদসমূহের নির্বাচনের প্যানেল ঘোষণা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ বুধবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে একটি জরুরি সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করা হবে।
দলটির দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে দেশের বহুল প্রচারিত জাতীয় পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।