টঙ্গীতে ট্রাভেল ব্যাগে অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোড হাজীর বিরিয়ানির সামনে রাস্তার উপর পরিত্যক্ত অবস্থায় একটি ট্রাভেল ব্যাগ পরে থাকতে দেখে স্থানীয়রা টঙ্গী পূর্ব থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগ খুলে অজ্ঞাত পুরুষের মরদেহ দেখতে পায়।
ট্রাভেল ব্যাগে মরদেহ পাওয়ার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান, মরদেহসহ ব্যাগটি শেষ রাতের যেকোনো সময় টঙ্গীর স্টেশন রোড এলাকায় কেউ ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। অজ্ঞাত ব্যক্তির মরদেহ শনাক্তের কাজ চলমান রয়েছে। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এই বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।