আমি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলছি— এমনভাবে কণ্ঠ নকল করে এক প্রতারকের বিরুদ্ধে ১১ মাসে ২৬ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
বিএফআইইউর প্রতিবেদন অনুযায়ী, ৫ নভেম্বর থেকে তিন মাসের ব্যবধানে সিটি ব্যাংকের গুলশান শাখায় মোতাল্লেছ হোসেন নামে এক ব্যক্তির হিসেবে জমা হয় ৬ কোটি ৩৭ লাখ টাকা।
পরে ব্যাংক থেকে হঠাৎ এত টাকা জমা হওয়ায় তার তথ্য চাওয়া হয়।
অনুসন্ধানে নেমে চাঞ্চল্যকর তথ্য পেয়ে জব্দ করা হয় মোতাল্লেছ ও তার ব্যবসাপ্রতিষ্ঠানের ৯ টি ব্যাংক হিসাব।
অনুসন্ধান শেষে সাতটি হিসাবে ২৬ কোটি ৮৪ লাখ টাকার সন্ধান পায় বিএফআইইউ। এর মধ্যে নভেম্বর থেকে পরবর্তী তিন মাসে জমা হয় ১১ কোটি ১১ লাখ টাকা।
তবে মোতাল্লেছের ২০২৩-২৪ অর্থবছরের আয়কর রিটার্নের তথ্যমতে, তার মাত্র ৩৪ লাখ টাকার সম্পদ ছিল।
তাহলে কীভাবে তার অ্যাকাউন্টে এত টাকা এল, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়।
বিএফআইইউর অনুসন্ধানে বেরিয়ে আসে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কণ্ঠ নকল করে মোতাল্লেছ ও তার সহযোগী মানুষের কাছে টাকা চান। তাতেই তার অ্যাকাউন্টে জমা হয় এত টাকা।
বিএফআইইউ ঘটনাটি জানার পর থেকেই লাপাত্তা মোতাল্লেছ। যদিও ভুক্তভোগীর কেউ মামলা করেননি।
জানা গেছে, মোতাল্লেছ অকো-টেক্স লিমিটেডের পরিচালক।
তবে মো. মোতাল্লেছ হোসেন একটি গণমাধ্যমকে জানান, ভুয়া, বানোয়াট ও মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাকে হয়রানি করা হয়েছে।
মূলত সরকারের উচ্চপর্যায়ের একজন আইন কর্মকর্তা ও বিএফআইইউয়ের কতিপয় কর্মকর্তা এ হয়রানির নেপথ্যে রয়েছেন বলেও দাবি করেন তিনি।