রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচা ইত্যাদি গলির একটি বাসায় ডাকাতি করার সময় বাড়ির মালিক ইসমাইল খানকে (৮০) বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এসময় তার স্ত্রী সালেহা বেগমকে (৭০) কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।
আজ মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ইসমাইল খানকে মৃত ঘোষণা করেন। আহত সালেহা বেগমের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। নিহত ইসমাইল খান মৃত হাজী আব্দুল খানের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ হোসেন। তিনি বলেন, ‘আমরা সংবাদ শুনে ওই বাসায় গিয়েছিলাম, সেখানে কাউকে না পেয়ে হাসপাতালে এসেছি। তাদের সঙ্গে কথা বলে পরে জানাতে পারবো।’
নিহতের মেয়ে সালমা বেগম বলেন, ‘আমাদের উত্তর বিবির বাগিচার ইত্যাদির গলিতে পাঁচতলা একটি বাড়ি আছে। বাড়ির দ্বিতীয় তলায় আমার মা-বাবা থাকেন। আমি আমার স্বামীর সঙ্গে রায়েরবাগের বাসায় থাকি। আজ ভোরে একদল ডাকাত বাসার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে জিম্মি করে লুটপাট চালায় এবং আমার বাবা-মাকে মারধর করে। একপর্যায়ে তারা আমার বাবাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে অচেতন করে আর মাকে মারধর করে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে। সকাল সাড়ে ৬টার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার বাবা আর বেঁচে নেই। আমার মায়ের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসা চলছে। চিকিৎসক জানিয়েছেন আমার মায়ের অবস্থা আশঙ্কাজনক।’
হাসপাতালে আসা স্বজনরা জানিয়েছেন, ঘরে থাকা টাকা পয়সা ও স্বর্ণ অলংকার সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে ডাকাত দল। তবে কি কি মালামালনিয়ে গেছে তা, এই মুহুর্তে বলতে পারেন নি তারা।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ওই বৃদ্ধের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে যাত্রাবাড়ী থানা পুলিশ অবগত আছে।