দিনভর নানা ঘটনার মধ্য দিয়ে শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ। আজ মঙ্গলবার বিকেল ৪টায় শেষ হয় ভোটগ্রহণের সময়।
তবে আগে থেকেই লাইনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরা ভোট দিতে পারবেন। নতুন করে কেউ লাইনে প্রবেশ করতে পারবেন না।
ভোটগ্রহণ শেষে শুরু হবে গণনা। তবে ফলাফল কখন প্রকাশ হবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে আজ সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। দিনভর নানা অভিযোগ-পাল্টা অভিযোগ উঠে প্রার্থীদের বিরুদ্ধে।