সোমবার, ০২:৪৯ অপরাহ্ন, ০৭ জুলাই ২০২৫, ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

ফেব্রুয়ারিতেই নির্বাচনের আয়োজন করবে অন্তর্বর্তী সরকার, আশা বিএনপির

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৫ বার পঠিত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটে হজরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে আজ সোমবার সকালের সফর শুরু করেছেন। সকাল ৯টা ২৫ মিনিটে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং এরপর সকাল ১০টার দিকে পুণ্যভূমি সিলেটের এই আধ্যাত্মিক কেন্দ্রে শ্রদ্ধা জানান।

মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আমাদের আশা, আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচনের আয়োজন করবে অন্তর্বর্তী সরকার। নির্বাচনের মাধ্যমেই সঠিক পথে দেশ এগোবে।’

দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের আমন্ত্রণে কেন্দ্রীয় নেতারা এই সফরে সিলেট এসেছেন। সফরের অংশ হিসেবে দুপুরে পাঠানটুলার সানরাইজ কমিউনিটি সেন্টারে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন তাঁরা।

পরে দুপুর ২টায় সিলেট জেলা বিএনপির উদ্যোগে ২৪ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ কর্তৃক নিহত শহীদদের পরিবারের সদস্যদের সম্মানার্থে এক বিশেষ অনুষ্ঠান হবে নগরের দরগাহ গেট এলাকার হোটেল স্টার প্যাসিফিকে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এই সফরে বিএনপির মহাসচিবের সঙ্গে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডা. এ জেড এম জাহিদ, ইকবাল মাহমুদ টুকু, নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকনসহ আরও অনেকে।সিলেট বিমানবন্দরে মির্জা ফখরুলকে স্বাগত জানান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি. কে. গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সদস্য আবুল কাহের শামীম, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com