মঙ্গলবার, ১০:০৩ অপরাহ্ন, ০৮ জুলাই ২০২৫, ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :

পাখির ধাক্কায় বিমানের ইঞ্জিনে আগুন, অল্পে রক্ষা পেলেন ২৯০ আরোহী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৯ বার পঠিত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে বিমানে থাকা ২৯০ জন আরোহী অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন।

আজ মঙ্গলবার সকাল ৭টায় এ ঘটনা ঘটে। জানা গেছে, বিমানটি উড্ডয়নের পরপরই পাখির সঙ্গে ধাক্কা লাগলে এ অবস্থার সৃষ্টি হয়। তবে তাৎক্ষণিকভাবে বিমানটি জরুরী অবতরণ করে।

তথ্যটি নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ।

তিনি বলেন, ‘বিমানটি উড্ডয়নের সময় পাখির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় আগুনের ফুলকির মত অবস্থার সৃষ্টি হলে পাইলট তাৎক্ষণিকভাবে জরুরী অবতরণ করেন।’

তিনি আরও বলেন, ‘বিমানটিতে থাকা ২৯০ জন যাত্রীর সবাইকে নিরাপদে বের করা হয়েছে। তারা সবাই নিরাপদ রয়েছেন। বিমানটির বর্তমান অবস্থার পরীক্ষা-নিরীক্ষা চলছে।’

তথ্য অনুযায়ী, তার্কিশ এয়ারলাইন্সের টিকে৭১৩ ফ্লাইটটি (এয়ারবাস এ৩৩০-৩০৩) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৭টার দিকে ২৯০ জন যাত্রী নিয়ে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে রওনা দেয়। উড্ডয়নের ১৫ মিনিটের মাথায় পাখির সঙ্গে ধাক্কা লাগলে পাইলট এর একটি ইঞ্জিনে (দুটি ইঞ্জিন থাকে) স্পার্ক দেখতে পান এবং দ্রুত তিনি বিমানটি অবতরণের সিদ্ধান্ত নেন। এ অবস্থায় প্রায় দেড় ঘণ্টা আকাশে চক্কর দিয়ে তেল পুড়িয়ে সোয়া ৮টায় জরুরি অবতরণ করা হয়।

এ ঘটনায় বিমানবন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com