আর এক দিন পরেই বাংলা নববর্ষ। বছরের প্রথম দিনে দেশের বিভিন্ন স্থানে হবে নানা আয়োজন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়েও থাকছে পহেলা বৈশাখের অনুষ্ঠান। সেখানে গাইবেন এলিটা করিম।
সোমবার বিকেল ৫টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়টির আপার প্লাজায় হবে এ সংগীতাসর। এদিকে সোমবার এই অনুষ্ঠান সেরে বসে থাকার অবকাশ নেই এলিটার। উড়াল দিতে হবে কানাডার উদ্দেশে। সেখানকার ক্যালগারিতে ১৯ এপ্রিল অংশ নেবেন কনসার্টে।এরপর ২৫ ও ২৭ এপ্রিল এবং ৩ মে আরো তিনটি কনসার্টে পারফরম করবেন গায়িকা।