এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার সব থেকে বেশি পাসের হার বরিশাল বোর্ডে। এই বোর্ড থেকে এবার ৯০ দশমিক ১৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। অন্যদিকে বরাবরের মতো এবারও জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে রয়েছে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা। এই বোর্ডের ৪৬ হাজার ৩০৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
শিক্ষামন্ত্রী দীপু মনি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শুক্রবার এক সংবাদ সম্মেলনে মাধ্যমিকের ফলাফলের বিস্তারিত তুলে ধরেন। তার আগে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন তিনি।
দীপু মনি জানান, ঢাকা বোর্ডে ৭৭ দশমিক ৫৫ শতাংশ, রাজশাহী বোর্ডে ৮৭ দশমিক ৮৯, কুমিল্লা বোর্ডে ৭৮ দশমিক ৪২ শতাংশ, যশোর বোর্ডে ৮৬ দশমিক ১৭ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৭৮ দশমিক ২৯ শতাংশ, বরিশাল বোর্ডে ৯০ দশমিক ১৮, সিলেট বোর্ডে ৭৬ দশমিক ০৬, দিনাজপুর বোর্ডে ৭৬ দশমিক ৮৭ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৮৫ দশমিক ৪৯ শতাংশ, মাদ্রাসা বোর্ডে ৭৪.৭০ এবং কারিগরি বোর্ডের ৮০ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
আর ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, মাদ্রাসা এবং কারিগরি বোর্ড থেকে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন জিপিএ-৫ পেয়েছে।