জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা চলছে। ইতোমধ্যেই ১৫ হলের ভোট গণনা শেষ হয়েছে। বাকি আছে আরও ছয়টি হল।
দ্রুত আরও তিনটি হলের ভোট গণনা শেষ হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। গণনা শেষ হওয়া ১৫ হলের অনানুষ্ঠানিক ফল অনুযায়ী জাকসুর ২৫ পদের ২১টিতেই এগিয়ে রয়েছে ছাত্রশিবির।
জানা যায়, ভিপি, সাংস্কৃতিক সম্পাদক, ক্রীড়া সম্পাদক ও সমাজসেবা সম্পাদক এই চারটি পদ ব্যতীত বাকি ২১টি পদে ছাত্রশিবির এগিয়ে রয়েছে।
ভিপি পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী আরিফ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতুর মাঝে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। তবে জিতু বেশ এগিয়ে আছেন।
শিবির সমর্থিত ভিপি প্রার্থী ক্যাম্পাসের পরিচিত মুখ না হওয়ায় এমন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মনোনয়ন পাওয়ার আগে তেমন পরিচিতি ছিলেন না তিনি। ছিলেন না শাখা শিবিরের কোন পদেও।
নির্বাচনের ফল প্রকাশ কখন হবে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ‘আশা করছি আজ দুপুর ২টার মধ্যেই ফল ঘোষণা সম্ভব হবে।’