ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে পূর্ণাঙ্গ প্যানেল সাজানো হয়েছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা।
আজ সোমবার মনোনয়ন ফরম গ্রহণ করে সাংবাদিকদের এ কথা বলেন উমামা। কোন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং প্যানেলে কারা থাকছেন—এসব বিষয় আগামীকাল মঙ্গলবার ব্রিফিং করে জানাবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি।
উমামা ফাতেমা বলেন, ‘আমাদের প্যানেলের বিষয়টি ডিসক্লোজ (প্রকাশ) করছি না। আগামীকাল একটি ব্রিফিংয়ের মধ্যদিয়ে সবকিছু জানিয়ে দেওয়া হবে। আমরা শুধু এতটুকু বলতে পারি, ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা এখানে প্রাধান্য দিচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে যারা ভাবেন, আমরা এখানে কোনো জাতীয় নেতা/নেত্রী প্রডিউস (তৈরি) করার জন্য ডাকসুকে ব্যবহার করতে চাই না।’
তিনি আরও বলেন, ‘ডাকসু ছাত্রদের প্ল্যাটফর্ম, প্রত্যেক বছর ক্যালেন্ডারের ডেট ধরে ডাকসু নির্বাচন হতে হবে। সেই জায়গা থেকে ডাকসুকে ছাত্রদের একটা প্ল্যাটফর্মে রূপান্তর করতে আমরা চাই।’
ছাত্র ফেডারেশনের ঢাবি শাখার সাবেক সাধারণ সম্পাদক উমামা বলেন, ‘শুধুমাত্র নামের কারণে বা পরিচিতির কারণে না, যাদের কাজ আছে, যোগ্যতা আছে, অভিজ্ঞতা আছে, ডিল করার মতো ক্যাপাসিটি আছে, সেরকম শিক্ষার্থীদের দিয়ে আমরা আমাদের সম্পাদক প্যানেল এবং সদস্য প্যানেল সাজিয়েছি। আগামীকাল আমাদের প্যানেলের পূর্ণাঙ্গ বিবরণী আপনাদের সামনে একটি ব্রিফিংয়ের মাধ্যমে উপস্থাপন করব।’