ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও দারুণ শুরু পেয়েছে পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ক্যারিবীয়দের ৫ উইকেটে হারিয়েছে সফরকারীরা। এর ফলে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে পাকিস্তান।
ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা উইন্ডিজ ৪৯ ওভারে ২৮০ রানে অলআউট হয়। জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ও ৭ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।
একদিকে ওয়ানডে অভিষেক, অন্যদিকে দীর্ঘ ছয় বছর পর প্রত্যাবর্তন—দুজনেই ব্যাট হাতে নিজেকে মেলে ধরলেন। অপরাজেয় ১০৪ রানের জুটিতে হাসান নওয়াজ ও হুসাইন তালাত এনে দিলেন পাকিস্তানকে সিরিজের প্রথম ওয়ানডেতে দারুণ জয়। ম্যাচসেরা ইনিংস খেলে নজর কাড়লেন অভিষিক্ত হাসান নওয়াজ।
প্রথমে ব্যাট করা উইন্ডিজদের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন এভিন লুইস। ফিফটি করেন শাই হোপ (৫৫) ও রোস্টন চেজ (৫৩)। শেষ দিকে গুডাকেশ মোটির ১৮ বলে ৩১ রানের ঝড়ো ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় ক্যারিবীয়রা।
পাকিস্তানের হয়ে ৪টি উইকেট নেন শাহিন আফ্রিদি, নাসিম শাহ শিকার করেন ৩টি।
জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। মাত্র ৫ রানে বিদায় নেন ওপেনার সাইম আইয়ুব। এরপর আব্দুল্লাহ শফিক (২৯), বাবর আজম (৪৭) এবং মোহাম্মদ রিজওয়ান (৫৩) রান করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। ১৮০ রানে ৫ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় পাকিস্তান।
সেখান থেকে দলকে উদ্ধার করেন হাসান নওয়াজ ও হুসাইন তালাত। হাসান ৫৪ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৬৩ রানে অপরাজিত থাকেন। তালাত খেলেন ৩৭ বলে ৪ চার ও এক ছক্কায় ৪০ রানের ইনিংস। তাদের জুটিতেই জয় নিশ্চিত হয় পাকিস্তানের।
উইন্ডিজের পক্ষে ২ উইকেট নেন শামার জোসেফ।
এই ম্যাচ দিয়েই প্রায় চার মাস পর ওয়ানডে দলে ফিরেছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। তাদের ফেরাটা দলের জন্য বড় প্রাপ্তি হলেও, আলো কেড়ে নিয়েছেন নতুন মুখ হাসান নওয়াজ ও প্রত্যাবর্তনে উজ্জ্বল হুসাইন তালাত।