পাকিস্তানি ক্রিকেটার হায়দার আলীর বিরুদ্ধে তদন্ত করছে ইংল্যান্ডের ম্যানচেস্টার পুলিশ। সম্প্রতি ইংল্যান্ডে পাকিস্তান এ দলের হয়ে খেলতে যাওয়া হায়দারকে গ্রেপ্তারও করেছিল পুলিশ। এবার জানা গেল তাকে গ্রেপ্তারের কারণও।
হায়দারের ব্যাপারে ম্যানচেস্টার পুলিশের কাছে জানতে চেয়েছিল বার্তা সংস্থা রয়টার্স। তার জবাবে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ একটি ইমেইলে বলেছে, ‘৪ আগস্ট ২০২৫, সোমবার ধর্ষণের একটি প্রতিবেদন পাওয়ার পর, আমরা ২৪ বছর বয়সী (হায়দার) একজনকে গ্রেপ্তার করেছি।’
ম্যানচেস্টার পুলিশ আরও জানিয়েছে, ‘অভিযোগ আছে ঘটনাটি গত ২৩ জুলাই ম্যানচেস্টারের একটি জায়গায় ঘটেছে। আরও তদন্তের জন্য ওই ব্যক্তিকে জামিন দেওয়া হয়েছে। ভুক্তভোগীকে (তদন্ত) কর্মকর্তারা সমর্থন করছেন।’
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, ফৌজদারি তদন্তের সময়কালে হায়দারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এক বিবৃতিতে তারা জানায়, ‘পিসিবি যুক্তরাজ্যের আইনি প্রক্রিয়া এবং প্রক্রিয়াগুলিকে সম্পূর্ণরূপে সম্মান করে এবং তদন্তকে যথাযথভাবে পরিচালনা করার গুরুত্ব স্বীকার করে। সেই কারণে পিসিবি হায়দার আলীকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে, যা চলমান তদন্তের ফলাফল না আসা পর্যন্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।’
পিসিবি আরও জানায়, ‘আইনি প্রক্রিয়া শেষ হয়ে গেলে এবং সমস্ত তথ্য যথাযথভাবে জানা গেলে, পিসিবি প্রয়োজনে তাদের আচরণবিধি অনুসারে যথাযথ ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণ করে।’
প্রসঙ্গত, পাকিস্তানের হয়ে কোনো টেস্ট না খেললেও ২টি ওয়ানডে ও ৩৫ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন হায়দার। দুই ওয়ানডেতে ৪২ রান করলেও টি-টোয়েন্টিতে তার রান পাঁচ শ’র ওপরে। তিনটি ফিফটিও আছে মিডল অর্ডার এই ব্যাটারের ঝুলিতে। পাকিস্তান অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ২০১৯ সালে বাংলাদেশে খেলে গেছেন ইমার্জিং টিমস এশিয়া কাপে।