বৃহস্পতিবার, ১০:৪৪ অপরাহ্ন, ০৩ জুলাই ২০২৫, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

পিআর পদ্ধতির নির্বাচনে বাধা দিচ্ছে বিএনপি: চরমোনাই পীর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৩ বার পঠিত

প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) বা আনুপাতিক প্রতিনিধিত্বভিত্তিক নির্বাচন ব্যবস্থায় অধিকাংশ দল ঐকমত্য পোষণ করলেও বিএনপি এতে বাধা দিচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

তিনি বলেছেন, ‘তারা কেন এমন করছে বুঝা যাচ্ছে না। অথচ বামপন্থি দলগুলোও এতে সমর্থন দিয়েছে।’

আজ বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ‘আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘বিগত ৫৩ বছর যারা দেশ পরিচালনা করেছে, তারা বিভিন্ন পন্থায় বোকা বানিয়ে আমাদেরকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছেন। এরা ক্ষমতায় থাকতে এদেশ ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে।’

তিনি বলেন, ‘এদের দেশ পরিচালনার সময় হাজার হাজার মা সন্তান হারা হয়েছে, ফলশ্রুতিতে আমরা পেয়েছি আয়নাঘর। ঘরের বাইরে গুম, ঘরে থাকলে খুন। দেশকে দেউলিয়ার পথে নিয়ে গিয়েছিল। আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু দেশ ভারতের প্রেসক্রিপশনে পরিচালিত হচ্ছিল।’

৫ আগস্টের পর দেশে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের পক্ষে সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করেন ইসলামী আন্দোলনের আমির। তিনি বলেন, ‘বিগত ৫৩ বছরে এমন সুন্দর পরিবেশ হয়নি। এখন এ সুযোগ কাজে লাগাতে হবে। ফ্যাসিস্ট পর্যায়ের কেউ এখন বসে থাকবে না। তারা ইসলামী দলগুলোর ঐক্য নষ্ট করার পায়তারা করবে।’

এ ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে রেজাউল করীম বলেন, ‘ইসলামী দলগুলো এক থাকলে কোনো সরকার দেশ ও জনগণের বিরুদ্ধে আইন পাশ করতে পারবে না। ইসলামী নীতি আদর্শের বাইরে বিশ্বের কোথায় শান্তি আসেনি। আগস্টের পর কিছু কিছু দল লুটপাটে লেগেছে, অথচ ইসলামপন্থী দলগুলো দেশ রক্ষায় কাজ করেছে।’

জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ হবিগঞ্জ জেলা শাখা আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মাওলানা লোকমান ছাদী। ইসলামী আন্দোলন হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক শামসুল হুদার পরিচালনায় এতে বক্তব্য দেন- জেলা জামায়াতের আমির ক্বাজী মুখলিছুর রহমান, খেলাফত মজলিস হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট সারোয়ার রহমান চৌধুরী, মুফতি মঈনুদ্দিন খান তানভীর, মহিব উদ্দিন আহমেদ সোহেল, ইসলামী আন্দোলনের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আবদাল হোসেন খান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com