বৃহস্পতিবার, ১১:৩৫ পূর্বাহ্ন, ০৩ জুলাই ২০২৫, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

ভবিষ্যতে রাজনীতিতে যোগ দেবেন কি না, জানালেন প্রেস সচিব

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৭ বার পঠিত

ভবিষ্যতে দেশের রাজনীতিতে যোগ দেবেন কি না-এ বিষয়ে নিজের মতামত জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মতামত তুলে ধরেন।

পোস্টে শফিকুল আলম লেখেন, ‘আমার অন্তর্বর্তীকালীন দায়িত্ব শেষ হওয়ার পর ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। কিছু বন্ধুর কাছ থেকে শুনেছি, আমি প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব শেষ করার পর কোনো বড় রাজনৈতিক দল কিংবা সদ্য গঠিত কোনো দলে যোগ দিতে যাচ্ছি।’

তিনি লেখেন, ‘সত্যি বলছি, রাজনীতি বা এমপি হয়ে ওঠা কিংবা বড় মাপের কোনো নেতার জীবনযাত্রার প্রতি আমার কোনো মোহ নেই। সিঙ্গাপুর বা ইউরোপের মতো জায়গায় রাজনৈতিক নেতৃত্ব সম্মানজনক অর্থনৈতিক সুবিধা দিলেও আমাদের দেশে তা হয় না- যদি না আপনি একজন দুর্নীতিবাজ হন।’

‘আমি সিদ্ধান্ত নিয়েছি, অন্তর্বর্তী সময় শেষ হওয়ার পর আমি কোনো রাজনৈতিক দলে যোগ দিচ্ছি না’, যোগ করেন প্রেস সচিব। তিনি লেখেন, ‘বরং আমি সাংবাদিকতা এবং লেখালেখির জীবনে ফিরে যেতে চাই। আমার মাথায় কয়েকটি বইয়ের পরিকল্পনা আছে। এমনকি আমি জীবনের বাকি সময়টা শুধু জুলাই অভ্যুত্থান নিয়েই লিখে কাটিয়ে দিতে পারি।আমি জীবনে এতটা স্বতঃস্ফূর্ত, সাহসী, সুন্দর এবং বিস্তৃত রাজনৈতিক সংগ্রাম আর কখনো দেখিনি।’

তিনি আরও লিখেছেন, ‘রবার্ট ক্যারো তার সারাটা জীবন উৎসর্গ করেছিলেন লিন্ডন বি. জনসনের ওপর লেখালেখিতে। ঠিক সেভাবেই একজন লেখক তার প্রিয় বিষয় হিসেবে পুরো জীবন কাটিয়ে দিতে পারেন জুলাই বিপ্লব নিয়ে লিখে (আমি জানি, কেউ কেউ ‘বিপ্লব’ শব্দটা পছন্দ করেন না)।’

প্রেস সচিব লেখেন, ‘আমার জীবনের এই নতুন অধ্যায়ে আমি কি নিরাপদ থাকতে পারব? গত কয়েক মাসে আমি আওয়ামী লীগের কর্মীদের কাছ থেকে প্রচুর হুমকি পেয়েছি। তবে হতে পারে, এসব ছিল কিছু হতাশাগ্রস্ত মানুষের রাগান্বিত চিৎকার, যারা দেশের মানুষের কাছ থেকে শেষ জনপ্রিয়তাটুকু হারিয়ে ফেলেছে।

পোস্টের শেষে শফিকুল আলম লেখেন, ‘আমি সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখি। তিনিই আমাদের সৃষ্টি করেছেন এবং তার কাছেই আমাদের ফিরে যেতে হবে। আমি আমার অন্তর্বর্তীকালীন পরবর্তী জীবনপর্বের দিকে আশাবাদ নিয়ে তাকিয়ে আছি।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com