বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে বুধবার সকালে বরিশালের গৌরনদীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উদযাপন কর্মসুচীর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি পুরো স্বাস্থ্য কমপ্লেক্স অঙ্গন প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উদযাপন কর্মসুচী আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন। এরপর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইউনুস মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা তাসলিমা বেগম, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহবায়ক খোন্দকার মনিরুজ্জামান মনির, জহুরুল ইসলাম জহির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তৌকির আহাম্মেদ, মেডিকেল অফিসার ডাঃ টিপু সুলতান, ডাঃ প্লাবন হালদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইসতিয়াক ইবনে বাহার।
বক্তব্য রাখেন,উপজেলা শিক্ষক, কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি এইচ.এম ইলিয়াস, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) মোঃ ফিরোজ আলম, প্রধান সহকারী মোঃ রিয়াজুল ইসলাম, ক্যাশিয়ার নাজমুন নাহার, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোঃ শাহ আলম সন্যামাত, নার্সিং সুপারভাইজার কুহেলী অধিকারী প্রমুখ।