প্রধান শিক্ষিকার বদলীর আদেশ প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার সকালে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে উপজেলার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, তাদের অভিভাবক ও এলাকাবাসী।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তারা গৌরনদী উপজেলার কাসেমাবাদ এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কের ওপর এ প্রদর্শন করে। বিক্ষোভ চলাকালে অনুষ্ঠিত সভায় বক্তারা হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিপা রানী পালের বদলীর আদেশ প্রত্যাহার এবং স্কুলের পড়ালেখা বাদ দিয়ে ফেসবুক ও ইউটিউব দেখে সময় কাটানো সহকারী শিক্ষিকাদের শাস্তির দাবি করেন। মহাসড়ক অবরোধের পূর্বে ওই বিদ্যালয় মাঠে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন গাঁজী, মেহেদী হাসান শ্যামল খলিফা ও অন্যান্য অভিভাবকগন।
বক্তারা অভিযোগ করে বলেন, ওই বিদ্যালয়ের কয়েকজন সহকারী শিক্ষক বিদ্যালয়ে ক্লাস চলাকালীণ সময়ে ছাত্র-ছাত্রীদের ক্লাস ফাঁকি দিয়ে ফেসবুক ও ইউটিউব নিয়ে ব্যস্ত থাকেন। এছাড়াও তাদের ব্যাপক অনিয়মের প্রতিবাদ করায় সহকারী শিক্ষকদের রোষানলে পরেন প্রধান শিক্ষিকা নিপা রানী পাল। ফলশ্রুতিতে অভিযুক্ত সহকারী শিক্ষকদের পরিবর্তে রহস্যজনক কারনে প্রধান শিক্ষিকা নিপা রানী পালকে বদলী করা হয়েছে। প্রধান শিক্ষিকার বদলীর আদেশ প্রত্যাহার করা না হলে তারা আরো কঠোর আন্দোলনের কর্মসূচি দেবেন বলে হুসিয়ারী প্রদান করেন।