ইসরাইলের ক্ষমতাসীন বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভ হয়েছে। শনিবার রাতে প্রতিবাদ জানাতে হাজার হাজার ইসরাইলি রাস্তায় নেমে এসেছিল।
রোববার (১৭ মার্চ) ফিলিস্তিনভিত্তিক গণমাধ্যম জেরুসালেম পোস্টের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতে আনুমানিক ৩৪ হাজার ইসরাইলি নেতানিয়াহু সরকারের প্রতিবাদে রাস্তায় নেমেছিল। নানা স্থানে তারা বিক্ষোভ করে। এর মধ্যে জেরুজালেমে বিক্ষোভকারীরা প্যারিস স্কোয়ারে শহরের কেন্দ্রের মোড় সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল। সিজারিয়াতে চারজনকে গ্রেফতার করা হয়েছিল। এছাড়া তেল আবিবে পুলিশ আয়লোন মহাসড়ক অবরোধকারী বিক্ষোভকারীদের ওপর জল কামান ব্যবহার করেছিল।
বিভিন্ন বিক্ষোভজুড়ে বক্তারা শুধুমাত্র শাসক জোটের সদস্যদেরই নয়। বরং যারা বিরোধী দলে আছেন বা যাদেরকে যুদ্ধপরবর্তী সময়ে নেতানিয়াহুর বিকল্প হিসেবে দেখা হয় তাদেরও নিন্দা করেছিলেন।
নেতানিয়াহু সরকারের প্রস্তাবিত বিচারিক সংস্কার আইনের বিরুদ্ধে আন্দোলনকারী নেতা মোশে রেডম্যান নতুনভাবে জেগে ওঠার এবং এই বিপর্যয় প্রতিরোধের জন্য আহ্বান করেছেন।