জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় ও শেষ দিন আজ। সকাল ৯টা থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র ফরম উত্তোলন ও জমা দেওয়ার কাজ। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচন কমিশনের সদস্যসচিব ও প্রক্টর একেএম রাশিদুল আলম বলেন, ‘প্রথম দিনে জাকসু নির্বাচনের জন্য ৪৭ জন ফরম নিলেও কেউ জমা দেননি। হল সংসদ নির্বাচনের জন্য যে ৮৬ জন মনোনয়ন ফরম নিয়েছেন, তাদের বেলায় কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র জমাও দিয়েছেন।’
এদিকে ভোটার তালিকায় ছাত্রত্ব বাতিল, বহিষ্কৃত ছাত্রলীগ কর্মী, ভর্তি বাতিল করে বিদেশ চলে গেছেন, এমন শিক্ষার্থীর নাম থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা বলছেন, ‘ভোটার তালিকাতেই থাকা অসঙ্গতি নিয়ে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না।’
এ বিষয়ে জাকসু নির্বাচনের সদস্যসচিব বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ একে এম রাশিদুল আলম বলেন, ‘আগামী ২৮ আগস্ট পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদের সুযোগ রয়েছে। বহিষ্কৃতরা যদি কেউ ভোটার তালিকায় থেকে থাকে বা অসঙ্গতিপূর্ণ কেউ থেকে থাকে, সেটাও হালনাগাদ করা হবে।’
এদিকে জাকসু নির্বাচনের ঘোষিত তফসিলে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় বৃদ্ধির দাবি জানিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বলেন, ‘মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২১ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত। ২৮ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার এরং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৯ আগস্ট। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাকসু নির্বাচন।’
প্রসঙ্গত, ১৯৭২ সালে জাকসু প্রতিষ্ঠার পর ওই বছরই হয় প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ নির্বাচন হয়েছিল প্রায় ৩৩ বছর আগে ১৯৯২ সালে।