শনিবার, ০৪:১০ অপরাহ্ন, ১৮ জানুয়ারী ২০২৫, ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

রাফাতে আক্রমণ থামাতে আইসিজেকে হস্তেক্ষেপের আহ্বান দক্ষিণ আফ্রিকার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৮ বার পঠিত

দক্ষিণ গাজার রাফা শহরে ইসরাইলি হামলা বন্ধে আইসিজেকে হস্তেক্ষেপের আহ্বান জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্যভিত্তিক নিউজসাইট মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ গাজার রাফা শহরে পরিকল্পিতভাবে হামলা শুরু করেছে ইসরাইল। এরপর থেকেই দেশটির প্রতি বিদেশী চাপ বাড়তে শুরু করে। ইতালি-ফ্রান্স থেকে শুরু করে ইউরোপীয় অনেক দেশ এবং মানবাধিকার সংস্থা এর জন্য উদ্বেগ প্রকাশ করে। এরই ধারাবাহিকতায় দক্ষিণ আফ্রিকা আইসিজেকে এই হামলা বন্ধে হস্তক্ষেপের জন্য আহ্বান জানায়। তারা বলেছে, যদি আন্তর্জাতিক মহল এখন ইসরাইলি হামলা বন্ধে এগিয়ে না আসে, তাহলে সেখানে বড় ধরণের বিপর্যয় ঘটবে।

দক্ষিণ আফ্রিকা আইসিজেকে বলেছে, ইসরাইল রাফায় আক্রমণ চালিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের নীতি লঙ্ঘণ করছে কিনা এবং ইসরাইলের নীতি লঙ্ঘণ প্রতিরোধে আইসিজের হস্তক্ষেপ করা দরকার কিনা, সে বিষয়টি বিবেচনা করতে হবে।

উল্লেখ্য, রাফা দক্ষিণ গাজার একটি শহর। মাত্র ১৫০ কিলোমিটার তার পরিধি। চলমান গাজা যুদ্ধ শুরু হওয়ার পর মিসরের সীমান্তঘেঁষা এই শহরেই আশ্রয় নেয় বিভিন্ন এলাকার মানুষ। প্রায় ১ দশমিক ৫ মিলিয়ন মানুষ এখন বিভিন্ন তাঁবুতে বসবাস করছে।

মাত্র চার মাসের এই যুদ্ধে গাজাজুড়ে ২৮ হাজার ৪৭৩ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

সূত্র : মিডল ইস্ট আই

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com