রাজধানীর যাত্রাবাড়ীতে লাঠি মিছিল করেছে আওয়ামী লীগ।আজ রবিবার আওয়ামী লীগের যাত্রাবাড়ী থানা শাখার নেতা হারুনর রশীদ মুন্নার নেতৃত্বে বিভিন্ন সড়কে এই মিছিল হয়। এর আগে ভোর থেকেই সেখানে অবস্থান নেয় স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা।
এদিকে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতেও অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল করছে আওয়ামী লীগ।
এর এক দিন আগে আজ বিএনপির অবরোধ কর্মসূচির প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ২৪টি থানা ও ৭৫টি ওয়ার্ডে সর্তক থাকার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ বলেন, ‘আমরা সর্বোচ্চ সর্তক অবস্থানে থাকব। বিএনপি যে অবৈধ অবরোধ দিয়েছেন কোনোভাবে যেন গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগ করতে না পারে সেজন্য সব থানা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং দলীয় কাউন্সিলরদের নিদর্শনা দেওয়া আছে।’
এদিকে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতৃবৃন্দ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থান করবে। একই নির্দেশনা আছে ঢাকা মহানগর উত্তরেও।