গাজায় ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান ইসরাইলি বোমাবর্ষণে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করাকে ‘স্পষ্টভাবে প্রত্যাখ্যান’ করেছে সৌদি আরব।
শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানোনো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদ সৌদি পোস্টের উদ্ধৃতি দিয়ে বলেছেন, তার ব্রিটিশ প্রতিপক্ষ জেমস ক্লিভারলিকে ফোনে বলা হয়েছে যে – রিয়াদও ‘সামরিক উত্তেজনা অবিলম্বে বন্ধ করতে’ এবং গাজায় অবরোধ তুলে নিতে চায়।
শীর্ষ সৌদি কূটনীতিক পূর্ববর্তী শান্তি চুক্তি অনুসারে ‘ফিলিস্তিন ইস্যুতে রেজুলেশন বাস্তবায়নের গুরুত্বের ওপর জোর দিয়েছেন’।
উল্লেখ্য, গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে ঘোষণা করেছে। এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করেছে ইসরাইল।
এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ বলেন, গত শনিবার (৭ অক্টোবর) সকালে ইসরাইলে পাঁচ হাজার রকেট বর্ষণের মাধ্যমে ‘অপারেশন আল-আকসা স্ট্রম’ শুরু হয়েছে। ইসরাইল গাজা থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করেছে।
সূত্র : আল-জাজিরা