বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে দুজনকে যুক্ত করা হয়েছে। তারা হলেন- ছাত্রদলের সাবেক সভাপতি রওনাকুল ইসলাম শ্রাবণ ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ।
বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, শ্রাবণ ও মামুন মাহমুদকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
দল আশা প্রকাশ করে- উল্লিখিত নেতারা দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
এই দুজনের নতুন পদ পাওয়ার বিষয়টি বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও জানানো হয়েছে।
এর আগে ৮ আগস্ট জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে সরিয়ে রাশেদ ইকবাল খানকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়।