বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন।
তিনি জানান, সন্ধ্যার পর রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসা কার্যক্রমের ব্যাপারে সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড।
রবিবার (৩০ এপ্রিল) সাংবাদিকদের প্রশ্নের জাবাবে তিনি এসব কথা জানান। জ্বরসহ কিছু শারিরীক জটিলতার কারণে শনিবার রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করানো হয় খালেদা জিয়াকে। হাসপাতালে নেয়ার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয় বলেও জানিয়েছেন ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন।
৭৭ বছর বয়সী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দীর্ঘ দিন ধরে ডায়বেটিস, আর্থারাইটিস, কিডনী ও লিভারসহ নানা রোগে ভুগছেন।
এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড বেগম খালেদা জিয়ার চিকিৎসার তদারকি করছেন। এর আগে, গত ২৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য বেগম জিয়াকে হাসপাতালে নেয়া হয়েছিল।