বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ঢাকায় আগামী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকে যোগ দিতে ফেব্রুয়ারিতে ঢাকায় আসবেন ভারতের পররাষ্ট্র সচিব ভিনয় মোহন কৌয়াত্রা। এটি তার দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফর। এর আগে গত বছর দায়িত্ব নেওয়ার পর এপ্রিলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সফরসঙ্গী হিসেবে ঢাকায় আসেন তিনি।
এবারের ভারত-বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে ২০২১ সালে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা এবং প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া পানি, বিদ্যুৎ, বাণিজ্য, কানেক্টিভিটি, নিরাপত্তা, লাইন অব ক্রেডিট, রোহিঙ্গা, আঞ্চলিক বিষয়াবলি ও বৈশ্বিক সহযোগিতাসহ অন্যান্য বিষয় নিয়েও আলোচনার সুযোগ আছে।
পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন আগামী মার্চের ১-২ তারিখে ভারতে জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দেবেন। এ বছর জি-২০-এর চেয়ার ভারত এবং অতিথি দেশ হিসেবে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছে তারা। এ ছাড়া দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক আগামী জুন অথবা জুলাইতে হবে বলে আশা করা হচ্ছে।