বুধবার, ১১:০৮ অপরাহ্ন, ২২ জানুয়ারী ২০২৫, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

হবিগঞ্জে বিএনপির প্রস্তুতি সভায় পুলিশের হামলা, সংঘর্ষে আহত শতাধিক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ৯৫ বার পঠিত

হবিগঞ্জের লাখাইয়ে বিএনপির প্রস্তুতি সভাকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে বিএনপির কেন্দ্রীয় নেতা জি কে গউছসহ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি করার কথা জানিয়েছে পুলিশ।

বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় লাখাই বামৈ এলাকায় উপজেলা বিএনপির আয়োজনে সিলেটের গণসমাবেশ সফল করতে প্রস্তুতিমূলক সভা চলাকালে এ ঘটনা ঘটে। সভায় পুলিশ বাধা দিলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয় বলে জানা গেছে।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ বলেন, আজ সন্ধ্যায় উপজেলার বামৈ বাজারের ফরিদ মার্কেটের দ্বিতীয় তলায় উপজেলা বিএনপির কার্যালয়ে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। মাগরিবের নামাজের পর সভা শুরু হওয়া মাত্র পুলিশ সভাস্থলে এসে ব্যাপক গুলিবর্ষণ ও লাঠিচার্জ করে। এতে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছসহ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

এ সময় পুলিশ লাখাই উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ ফরিদ মিয়াকে টেনে-হিঁচড়ে নিয়ে গেছে বলে জানান জেলা যুবদলের সাধারণ সম্পাদক।

অপরদিকে, লাখাই থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুনু মিয়া জানিয়েছেন, বিএনপির নেতাকর্মীরা তাদের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে লাখাই থানার পরিদর্শক (তদন্ত) চম্পক দামসহ ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশ জনগণের জানমাল রক্ষায় ফাঁকা গুলি ছুড়ে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com