বরিশাল-ঢাকা মহাসড়কে গৌরনদী উপজেলার বেজহার এলাকায় শনিবার দুপুরে অন্তরা পরিবহনের একটি বে-পরোয়া গতির যাত্রীবাহী বাসের ধাক্কায় যাত্রীবাহী মাহিন্দ্রা (থ্রি হুইলার) দুর্ঘটনায় পতিত হয়।
আচমকা ঘটে যাওয়া এ দুর্ঘটনায় সুনীল দেওয়ান (৬০) নামের মাহিন্দ্রা আরোহী এক বৃদ্ধ নিহত ও দুই মাহিন্দ্রা যাত্রী আহত হয়েছে। আহতদেরকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রতক্ষদর্শী, পুলিশ ও আহত সূত্রে জানাগেছে, শনিবার দুপুর ১২টার দিকে গৌরনদী বাসষ্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে মাহিন্দ্রাটি উপজেলার বাটাজোর বাসষ্ট্যান্ডের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মাহিন্দ্রাটি বরিশাল-ঢাকা মহাসড়কে উপজেলার বেজহার এলাকায় পৌছলে পেছন দিক থেকে বে-পরোয়া গতিতে ছুটে আসা ঢাকা থেকে বরিশালগামী অন্তরা পরিবহনের যাত্রীবাহী একটি বাস মাহিন্দ্রাটিকে স্বজোরে ধাক্কা দেয়। এতে মাহিন্দ্রাটি ছিটকে মহাসড়কের বাইরে পড়ে দুমড়ে মুচরে যায়।
আচমকা ঘটে যাওয়া এ দুর্ঘটনায় নিহত মাহিন্দ্রা যাত্রী সুনীল দেওয়ান (৬০) এর বাড়ি উপজেলার ভিমেরপাড় গ্রামে। সে ওই গ্রামের মৃত সুরেন্দ্রনাথ দেওয়ানের ছেলে। আহত একজন হলেন মোজাফ্ফর সরদার (৩৮) তার বাড়ি শরিয়তপুর জেলার পালং থানার বাহের চন্দ্রপুর গ্রামে। আহত অপরজন হলেন এরশাদ হাওলাদার (৩৫) তার বাড়ি গৌরনদী উপজেলার রামসিদ্দি গ্রামে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেলাল হোসেন জানান, পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। তরে বাসটির চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।