২০২৩ সালে পাকিস্তানে অনুষ্ঠেয় এশিয়া কাপে সফর করবে না ভারত। ফলে প্রশ্ন উঠেছে পাকিস্তানকে বাদ দিয়ে অন্য কোথাও টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে কীনা। মুম্বাইয়ে এক জেনারেল মিটিংয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ, তিনি আবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও (এসিসি) প্রেসিডেন্ট। জয় শাহ জানান, আগামী বছরের এশিয়া কাপ নিরপেক্ষ কোনো ভেন্যুতে অনুষ্ঠিত হতে পারে।
দুদেশের রাজনৈতিক বৈরিতর কারণে ভারত ২০০৬ সালের পর আর পাকিস্তান সফর করেনি। এছাড়া ২০১২ সালের পর দুদল কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলেনি। ফলে চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দুটি শুধুমাত্র আইসিসি অথবা এসিসির কোনো টুর্নামেন্টেই মুখোমুখি হয়।