সোমবার, ১২:২০ অপরাহ্ন, ২৭ জানুয়ারী ২০২৫, ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

সীতাকুণ্ডে দুর্ঘটনার জন্য সরকার দায়ি: ফখরুল

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ৫ জুন, ২০২২
  • ১৭৮ বার পঠিত

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে হতাহতেন ঘটনায় গভীর শোক জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই দুর্ঘটনার জন্য সরকারের অব্যবস্থাপনা দায়ী। এই দায় সরকার এড়াতে পারে না।

রোববার বেলা ১১টার দিকে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় নিজ বাড়িতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। মির্জা ফখরুল বলেন, আমরা জেনেছি সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা ছিলো না।

তিনি আরও বলেন, দেশের উন্নয়নের যেসব কথা সরকার বলে তা সম্পূর্ণ মিথ্যা। তার প্রমাণ কন্টেইনার ডিপোর ব্যবস্থাপনা। এখানেও সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। সঠিক ব্যবস্থাপনা থাকলে এত হতাহতের ঘটনা ঘটতো না।

সীতাকুণ্ডের কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে হতাহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাম করে বিএনপি মহাসচিব বলেন, ন্যূনতম নিরাপত্তাব্যবস্থা না রেখেই শুধু উন্নয়নের নামে সম্প্রসারণ করা আর সেই সঙ্গে অর্থ কামানো বা চুরি করার ঘোরতর প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান করছি। এই ঘটনায় যাঁরা নিহত হয়েছেন, তাঁদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানাচ্ছি।

হতাহত ব্যক্তিদের চিকিৎসাসেবার বিষয়ে ফখরুল বলেন, আমাদের স্বাস্থ্যব্যবস্থা একেবারেই ভঙ্গুর। আমাদের মন্ত্রী ও দায়িত্বপ্রাপ্ত লোকজন যাঁরা রাষ্ট্র পরিচালনা করছেন, তাঁরা শুধু মুখেই কথা বলেন। তাঁদের কথা শুনলে মনে হয় দেশে উন্নয়ন উন্নয়ন আর উন্নয়ন চলছে। কিন্তু সীতাকুণ্ডে যে দুর্ঘটনা ঘটল, এতগুলো মানুষ আহত হলো, প্রাণ চলে গেল, এটার জন্য দায়ী সরকারের অব্যবস্থাপনা, সরকারের নির্লিপ্ততা এবং উপযুক্ত স্বাস্থ্যব্যবস্থা তৈরি না করা।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com