সরকারের সর্বগ্রাসী দুর্নীতির কারণে দেশে দ্রব্যমূল্য বাড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সমস্যা সমাধান না করে মানুষের পকেট কাটার চেষ্টা করছে; লুটেরা দলে পরিণত হয়েছে আওয়ামী লীগ।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে তেল, গ্যাস, বিদ্যুৎ ও পানিসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করে বিএনপি। তাতে বিএনপি মহাসচিব এসব মন্তব্য করেন।
বিক্ষোভ সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, মানুষকে বিপদে ফেলে পেনশন দেয়ার নাম করে দেশ লুটের ব্যবস্থা করেছে সরকার। এ সময় গুম-খুন ও লুটের বিরুদ্ধে দেশের জনগণ ও সব রাজনৈতিক দলকে জেগে উঠার আহ্বান জানান বিএনপি মহাসচিব।
বিক্ষোভ সমাবেশে দলটির রাজধানীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা যোগ দেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও নজরুল ইসলাম খানও তাতে বক্তব্য রাখেন।