-রোকসানা তানী
একটি মেয়ে আপন মনে রঙিন মেঘে খেলে,
তিতির বেশে বেড়ায় উড়ে মন পাখনা মেলে,
নিঝুম পাহাড় পথের বাঁকে বুনো ফুলের খোঁজে ;
সকাল, দুপুর পার করেছে স্নিগ্ধ অরূপ সাজে।
একলা একা ভিজেই চলে ঝর্ণা শীতল জলে;
ইচ্ছেগুলো জমা রাখে বুকের গভীর তলে,
সেই মেয়েটা একলা একা বড্ড একা,,
একলা একা সেইতো ভালো
চায়না কারো দেখা।
দেখার মাঝেই রঙ্গীন যতো কল্পনা ;
ঈশ্বরের কাছেই সকল কিছু বন্দনা।
মন গহীনে লুকিয়ে আছে সবুজ একটা চন্দনা;
মেয়েটি যে একলা একা সেটাও কিছু মন্দনা।
ঝর্ণা জলে ভেসে ওঠে চন্দনারই ছায়া;
শ্রাবন ধারায়, সবুজ পাতায় মন গহীনের মায়া ;
বন,পাহাড় আর ঝর্ণাতলা, ঝিলের শান্ত জলে ;
অরণ্য মায়ায় বেশ কেটে যায়
গল্প কথার ছলে।
শিশির গুড়ো জলরঙে আঁকে না বলা সব কথা,
রোদ দুপুরে দারুন তেজে পুড়ায় কষ্ট-ব্যথা।
বিকেল বেলার স্নিগ্ধ আলোয় ছুঁয়ে থাকে যে কোমলতা ;
সন্ধ্যা নামে মেয়েটির রাজ্যে একলা বিজন বিশালতা।
নির্জন রাত্রে বন পাহাড়ে ঘিরে থাকে মৌনতা ;
স্বপ্ন তার আবার ভাসে কষ্টে মাখা অপরাগতা।
সেই মেয়েটি একলা একা বড্ড একা,,
একলা একা সেইতো ভালো ;
চায়না কারো দেখা।
একটু খানি শান্তির টানে ;
অরন্য মায়া ভালোবাসা প্রাণে ;
স্বপ্ন ছোঁয়ার সবুজ মায়ায় ;
পুনর্জীবন মায়ার ছায়ায়।
বন,পাহাড়, ঝর্ণা, দ্বীপ আর জ্যোৎস্নালোকের আশায়
মন পড়ে রয় একটুখানি পূর্ণতারই প্রত্যাশায়।
সেই মেয়েটি একলা একা,বড্ড একা,,,
একলা একা সেইতো ভালো ;
চায়না কারো দেখা।