পৃথিবীজুড়ে ১ মে পালিত হয় ঐতিহাসিক মে দিবস। বিশেষ এই দিনটিকে ঘিরে শ্রমজীবীদের নিয়ে হয়ে থাকে বিশেষ বিশেষ আয়োজন। অনেকে শ্রদ্ধা-শুভেচ্ছায় তাদের সিক্ত করেন। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ‘পোস্টার বয়’ সাকিব আল হাসানও মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন মাঠকর্মীদেরও।
মে দিবসের অবতারণার পাশাপাশি সাকিব ক্রিকেট স্টেডিয়ামের মাঠকর্মীদের অক্লান্ত পরিশ্রমের কথা তুলে ধরেছেন। তাদের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।
এ সম্পর্কে নিজের ভেরিফায়েড ফেসবুকে সাকিব লেখেন, ‘অক্লান্ত পরিশ্রমে আমাদের মাঠকর্মীরা নিশ্চিত করেন মাঠের প্রস্তুতি ও অন্যান্য সকল সুযোগ-সুবিধা। যার ফলে, আমরা খেলতে পারি কোনো প্রকার চিন্তা ছাড়া। আন্তর্জাতিক শ্রমিক দিবসে মাঠকর্মীসহ পৃথিবীর সকল কর্মজীবী মানুষের জন্য থাকল শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।’
প্রসঙ্গত, এবারের ঈদের আগে বিসিবির মাঠকর্মী ও অফিস সহকারীদের ঈদ বোনাস দিয়েছেন সাকিব। বিসিবিতে কাজ করা পরিচ্ছন্নতা কর্মী, মাঠকর্মী ও অফিস সহকারীদের জন্য ১০ লাখ টাকা ঈদ বোনাস পাঠিয়েছেন তিনি। এ টাকা বিসিবির হিসাবরক্ষক বিভাগের মাধ্যমে সবার মাঝে বণ্টন করতেও বলেন বিশ্ব সেরা অলরাউন্ডার।